রমজানেরই ডাক শুনে মন জেগে ওঠো
মহান প্রভুর ক্ষমার দিকে জলদি ছোটো !
ফুরায় যাবে একদিন বন্ধু, তোমার হায়াত
নিস্তার পাবে মানলে আজি কোরআন আয়াত ।