কষ্টের পথে চলছে যখন এই জীবনের গলি
দুঃখগুলো ধৈর্য্যে ঢেকে রবের কাছেই বলি ।
কেউ শোনে না নিরব কান্না, ভিতরটা না জেনে
সান্ত্বনাতে বুকের মাঝে নেয় না তাই তো টেনে।
অভিযোগের সুর তুলি না কখনো হাত পেতে
চেষ্টা করি আর কিছুকাল দুঃখ সয়ে যেতে ।
দিনের শেষে ভুবন জুড়ে রাত্রি নামে যবে
অপেক্ষাতে থাকি কখন রাত্রি গভীর হবে ।
রাত ঘুমাবে, সব ঘুমাবে তখন চোরের মতো
মুসল্লাতে চুপটি করে কাঁদবো অবিরত ।
চোখের পাতায় জলের ছোঁয়ায় খুঁজবো শীতলতা
খুব গোপনে রবের নিকট বলবো দুখের কথা ।