প্রেমের কথা চিন্তা ভাবনার
ফসল আদৌও নহে
তাই তো লিখি রূহের কানে
প্রিয়জন যা কহে।
ছিল না এই অঙ্গ শরীর
ছিলাম না এই ঘরে
সেদিন হতেই আমার সত্তা
প্রিয়র প্রেমে পড়ে।
আসি ধরায় মায়া বাড়ায়
কারণ, আছি দূরে
অস্থিরতায় ক্ষণ কাটে মোর
বাঁচি জ্বলেপুড়ে।
কবে যাবো তাহার নিকট
হবে কখন দেখা
প্রতীক্ষার সেই অনল আমায়
জ্বালায় তীব্র একা।
কেউ দেখে না আমার ব্যথা
কি যে আগুন প্রাণে
কিছু আভাস প্রকাশ হয় গো
আমার কাব্য ঘ্রাণে।
হাজারো গুণ গোপন থাকে
আমার হৃদয় মাঝে
জ্বলুক, পুড়ুক এই আগুনে
আত্মা সকাল সাঝে।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ০৮/১১/২০২২ইং
দুপুরঃ ০২:০৫ মিনিট।