কড়া নাড়লাম দুয়ারে হাজারো
নিলো তারপর ঘরে
আমায় দেখিয়া প্রিয়তম মুখে
হাসির বৃষ্টি ঝরে ।
একটু পরেই বললো আমায়
এত ডাকলি যে বোকা
কি করবো বল ভালোবেসে আজ
তোমার দ্বারের পোকা ।
এ দুয়ার ছাড়া কোথা যাবো আর
তুমি ছাড়া কেউ আছে?
বলো, বলো প্রিয় তোমায় ছাড়িয়া
যাবো আর কার কাছে!
এ কথা শুনিয়া প্রিয়তম মোরে
জড়ালো আলিঙ্গনে
কি এক সুধার স্রোত ধারা বহে
এ বুকের অঙ্গনে।
চিনির দানার মতো গলে গেল
তাঁর সাথে এই হিয়া
এভাবে আমাকে জযব করেন
নিজে ভালোবাসা দিয়া।
তারিখঃ ১৮/০২/২০২৩ইং
দুপুরঃ ০১:৪৮ মিনিট।