প্রভুর পরে তারীফ করি
প্রিয় নবীর শানে
যাঁর নূরেতে আলো ছড়ায়
বিশ্ববাসীর প্রাণে ।
দো-জাহানের সর্দার তিনি
আসেন সবার শেষে
সকল নবীর গৌরব যিনি
থাকেন ভালোবেসে ।
সপ্ত আকাশ, আরশ-কুরসি
ভ্রমণ হলো যাঁহার
সকল নবী, আওলিয়াগন
মুখাপেক্ষী তাঁহার ।
রহমত স্বরূপ হয় আগমন
এই পৃথিবীর জন্য
যাঁহার তরে পুরো জমিন
জায়নামাজে গণ্য ।
হাজার রহম বর্ষন করুক
প্রাণের সৃষ্টি কারী
প্রিয় নবীর, নিজ পরিবার
নবীর বংশ ধারী ।
আবু বকর, ওমর থাকতেন
প্রিয় নবীর সাথে
দ্বিখণ্ড হয় পূর্ণিমার চাঁদ
একটু ইশারাতে ।
আবু বকর ছিলেন নবীর
শত্রুর সামনে দেয়াল
ওমর করেন বিশ্ব শাসন
ন্যায়ের ভীষণ খেয়াল ।
ওসমান, আলী তাঁরাও নবীর
ভীষণ আপন জানি
এ কারণেই পৃথিবীর সব
সর্দার তাদের মানি ।
ওসমান ছিলেন লজ্জাশীল আর
সহনশীলের খনি
জ্ঞান শহরের দরজা আলী
মোদের নয়নমণি ।
মহান প্রভুর হাবীবকে তাঁর
শ্রেষ্ঠ খেতাব দিলেন
হামজা, আব্বাস আমার নবীর
প্রিয় চাচা ছিলেন ।
হর্ মুহূর্তে কোটি প্রাণে
পড়ে দরূদ কালাম
সুরের সাথে সুর মিলিয়ে
গাই, সালাত ও সালাম ।
গ্রন্থঃ পান্দেনামা (ফারসি)
মুল লেখকঃ আল্লামা শায়েখ ফরীদ উদ্দীন আত্তর (রহঃ)
অনুবাদঃ আরিফ সরদার
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১৩/০১/২০২৩ইং
বিকালঃ ০৫:১২ মিনিট।