প্রিয় মৌসন্ধ্যা,
জীবনের প্রয়োজনে
একটু দূরে চলে যাব।
তোমার সাথে হয়তো
নিয়মিত যোগাযোগ হবে না।
হবে না, গুড মর্নিং, গুড নাইট এর
টেক্সট প্রেরণ।
‘কেমন আছো?’ জিজ্ঞেস করতে
পারবো না প্রতিদিন।
সময় আমাকে নিয়ে যাচ্ছে ভাসিয়ে।
যেতে আমাকে হবেই,
তাই এই রক্তাঁচড়ে লেখা
চিরকুট রেখে গেলাম।
তবে তোমাকে ভালোবাসতে ভুলবো না,
তুমিও আমার অনুপস্থিতি অনুভব করো না।
তোমার থেকে দূরে হলেও বিচ্ছিন্ন নয়।