মরুর বক্ষে ফুটলো যখন
সেরা সুন্দর ফুল
সেই ফুলেরই রূপ হেরি সব
হৃদয় মন ব্যাকুল।
হাসসান বলে- এমন ফুল তো
কোন চোখ দেখে নাই
প্রেম দিয়ে এই ফুলের প্রকাশ
করিয়াছেন যে শাঁই।
ফুলের গন্ধে পাগল হৃদয়
ফুলের নিকট ছোটে
ফুল হতে সবে প্রেম সুগন্ধি
আপন ঝোলায় লোটে।
প্রিয় সে ফুলের গন্ধে মাতাল
আরব-আজম সব
মোহাম্মদ সে ফুলেল সত্তা
সৃজন করেন রব।
চাঁদকে যাহার খেলনা করিয়া
পাঠান নিশীথ রাতে
সপ্ত আকাশ পার করে যাকে
বসান প্রভুর সাথে।
বিচার দিনের কাণ্ডারী মোর
আমি বলি তাকে ফুল
ভালোবেসে আশা করি মুক্তির
করেছি হাজার ভুল।
প্রিয়জন মোর, যদি বলে দেন
ভালোবাসা দেই আমি
আপনি বললে সুনজর হবে
ক্ষমা করবেন স্বামী।
জান্নাত চাই, তার আগে চাই
আপনার ভালোবাসা
আপনার সাথে সাক্ষাৎ চাই
জীবনের এক আশা।
নিশির স্বপ্নে আসবেন নবী
থাকবো যখন ঘুমে
হৃদয় শীতল করবে প্রেমিক
আপনার হাতে চুমে।
প্রভুর নিকট একটা চাওয়া
আপনার ভালোবাসা
আমার দুরুদে খুশি হয়েছেন?
একটাই জিজ্ঞাসা।
জিন ফিরিশতা, হুর-পরী সব
করে যাহাকে তাজিম
প্রিয়র পায়ের ধুলোয় ধন্য
ওই আরশে আজীম।
তারিখঃ ০২/১০/২০২২ইং
রাতঃ ১১:১৮ মিনিট।