চোখেতো দেখি না তোমায় হৃদয়ে টের পায়
দিবানিশি ডুবে থাকি তোমার জালওয়ায়।
থাকি যখন এই জমিনে পাপের গরমে
ডাকতে থাকলে ভালোবেসে আমায় পরমে।
ছুটে আসি ডাক শুনে বান্ধা পড়ি তোমার
শুরু হয়ে যায় তোমারই সনে প্রেমময় সংসার।
কে বুঝবে এই মধুর প্রেমের মিষ্টি কাহিনী
অজানা রহস্যের ভেদ শুধুই তুমি আমিই জানি!
বুঝিনি আগে কেন আফসোস হয় আজ
ভালোবাসায় ডুবন্ত যাঁর তিনি রাজাধিরাজ।
ভুলের মাশুল হয় না তবুও করি দৃঢ় পণ
তোমার হয়ে হে প্রিয়জন বাঁচবো আজীবন।
ভালোবাসার আলোয় পূর্ণ আমার হৃদয়ে
আমরণ বাঁচাও সাকীর তপ্ত সুরা পিয়ে।
তোমার সাথে থাকার মজা নাই কিছুতে আর
রাজত্ব আর সিংহাসন সব সেথা বেকার।
ভর্তা ভাতে বিরিয়ানির স্বাদ নিত্য আমার মেলে
ছেড়া চাটাই সিংহাসন হয় তোমায় কাছে পেলে।
অভাগা আর নয় আমি আজকে বিরাট ধনী
বুকের মাঝে পেয়েছি ধন মানিক যে আসমানী।
গাছে গাছে ডালে ডালে সবুজ পাতার ফাঁকে
গোলাপ, বেলী'র ঘ্রাণে তোমার ঘ্রাণ শুঁকি নাকে।
তোমার সাথে কথা বলি আমি অন্ধ চোখে
তুমি শুধু মায়া বাড়াও দরদ লাগাও বুকে।
ভালোবাসা কী যে মধুর! গোপনে গো হয়
দেখতে পাবো কবে আমি মহান প্রিয় তোমায়!
তোমার যন্ত্রণায় জ্বলি আমি দিবানিশি
হে মহান প্রিয়! তোমায় অনেক ভালোবাসি।
কী যে মিষ্টি মধুর তোমার সিরিয়াস এশক্, প্রেম
তোমার আঁচল তলে থাকা সল্ভ সব প্রবলেম।
তোমার তরে উৎসর্গিত সবই হে মহান
বিনিময়ে তোমাকে চাই প্রেমের প্রতিদান।
তারিখঃ ০১/০৯/২০২০ইং
সন্ধ্যাঃ ০৬:২০ মিনিট।
কুলিয়ারভিটা মাদ্রাসা
মুকসুদপুর, গোপালগঞ্জ।