মন ছুটে যায় ওই আরবে কালো কা'বার টানে
মহান আল্লা’র প্রেমিকগনের প্রেমের অনুষ্ঠানে ।
ইব্রাহিমের স্মৃতি ধন্য কা'বার চারিপাশে
পৃথিবীর সব প্রান্ত হতে— প্রেমিক ছুটে আসে ।
সবার গায়ে শুভ্র কাপড়, খুঁজছে কাদের গনী
কা'বার প্রাঙ্গণ মুখরিত লাব্বাঈকের ধ্বনি ।
কালো একটি ঘরকে ঘিরে মেলে মিলনমেলা
চলে সেথা মহান প্রভুর প্রেমের আজব খেলা ।
প্রাণের মক্কা মহান প্রভুর তাজাল্লীর এক শহর
নূরের বৃষ্টি বর্ষে সেথায় ধুমসে প্রতি প্রহর ।
দূরে থেকে জ্বলেপুড়ে কাঁদছি ক্ষণেক্ষণে
যেতাম যদি হাজীর বেশে কা'বার সম্মেলনে ।
কালো কা'বায় বুক লাগিয়ে কাঁদতাম প্রভুর দ্বারে
এই গরীবকে নাও গো প্রভু কা'বায় একটিবারে ।
কা'বার শহর আমার নবীর প্রিয় জন্মভূমি
আত্মা ছোটে সেই মাটিতে করতে চুমাচুমি ।
গরীব আমি পরে আছি সূদুর বাংলাদেশে
জ্বলেপুড়ে মরছি নিত্য কা'বা ভালোবেসে ।
তারিখ: ২৭/০৬/২০২৩ইং
রাত: ০৯:৪০ মিনিট।