অসীম তুমি
ক্ষুদ্র আমি
দয়ার হাতটা
বাড়িয়ে দাও
নফসের যতো
জাল বিছানো
আপন দয়ায়
তাড়িয়ে দাও ।
তোমার প্রেমের
তীব্র ব্যথা
অন্তঃপুরে
জাগিয়ে দাও ।
তোমার প্রেমে
বাঁধা দেয়, ওই
শয়তানকে
ভাগিয়ে দাও ।
রহমতের
চাদর দিয়ে
এবার আমায়
জড়িয়ে নাও ।
প্রেম-বিদগ্ধ
আরিফ তোমার
প্রেমের মুকুট
পরিয়ে দাও ।