কী নেশাময় কত সুন্দর
তোমার রূপের সুধা
হর্ পলকে হৃদয় মাঝে
বাড়ছে প্রেমের ক্ষুধা।
তাব্রেজীর সে অগ্নিকুণ্ডের
ছোঁয়া লাগলো প্রাণে
যেই অগ্নিতে তোমার গন্ধ,
বেহুঁশ হই সে ঘ্রাণে!
ভালোবাসতে বাসতে প্রিয়
হবো তেমন রুমী
ভালোবাসার সুযোগটাতো
করে দিবে 'তুমি!