ভালোবাসার কারাগারে
বন্দী যেজন হয়
মুক্তি মানে তাঁর জীবনের
চির পরাজয় ।
আহা! প্রেমের বন্দীশালায়
মিলছে কত সুখ
প্রেমাঘাতে করছি যেদিন
ক্ষত আমার বুক ।
ভালোবেসে খুব চেয়েছি
দিতে তাকে মন
বানাতে চাই বুকটা মম
তাঁহার সিংহাসন ।
কল্পলোকের এই জীবনে
পাইনি পৃথ্বীর স্বাদ
হটাৎ করেই প্রেমাস্পদে
ফেলে প্রেমো ফাঁদ ।
ত্যাগ করে সব তুচ্ছ মাটি
আমার কোলে আয়
কাছে টেনে সব ভুলিয়ে
নিলো এক পর্যায় ।
কোন বাঁধনে বাঁধল হৃদয়
বুঝিনি এক পল
প্রেম-বন্দনা গেয়ে উঠলো
হৃদয় অনর্গল ।
চাইছি আমি প্রিয় প্রেমের
চির কারাবাস
ইউসুফেরই মত থাকবো
সুখেই বারোমাস ।