তুমি আমার জান গো মুর্শিদ
তুমি আমার প্রাণ
তোমার মাঝেই শুঁকছি ওগো
মহান রবের ঘ্রাণ ।

তুমি আমার কেবলা কা'বা
প্রেমের হিমালয়
তুমি আমার মহান শিক্ষক
তুমিই বিদ্যালয় ।

তোমার সঙ্গ বিহীন আমার
জীবন অর্থহীন
সোহবতের নূরে হয় মোর
আলোকিত দিন ।

হতে চাই গো মুর্শিদ তোমার
মহান চরণ ধুল
একেক ধুলোর মাঝে যাহার
নূরের হুলস্থুল ।

তোমার মহান চরণ তলে
পিষে যাবার পর
হৃদয় মাঝে উদয় হয় গো
প্রেমের দিবাকর ।

তারিখ: ১৪/০১/২০২৫ইং
সন্ধ্যা: ০৬:০২ মিনিট ।