দিলের বিকাশ হয়নি যাদের
বুঝবে কেমন করে
অন্ধ চোখের ঘুরছে কতক
এই পৃথিবীর পরে।
দেখতে পায় না বসুন্ধরার
আসল রূপের আলো
পাপের চশমায় চক্ষু ঘেরা
দেখে শুধুই কালো।
খুঁজে পায় না ধরার বুকে
রয় যে জালওয়া'মণি
সবুজিমার তিলে তিলে
মাওলার রূপের খনি।
দেখা যায় না মোর স্রষ্টাকে
স্বরূপে চোখ দিয়ে
হেরিবে যে রূপের ঝলক
আলোক আত্মা নিয়ে।
নমরুদের ওই দলবলেরা
কী আর শুঁকে পুষ্পধারা
নফসানি আর খায়েশাতেই
পূর্ণ হৃদয়পাড়া।
মুমিনের তর পৃথিবী হয়
একটা কয়েদ খানা
ইচ্ছে মাফিক চলা-ফেরায়
রয় এখানে মানা।
প্রভুর হুকুম পায় যখন সব
মানে পুরো খানি
ভালোবেসে দয়ার কোলে
নেয় গো তখন টানি।
ভালোবাসার চশমা তখন
দেয় পরিয়ে প্রভু
প্রেমাষ্পদের সাথে মিলতে
রয় না বাঁধা কভু।
পাপিষ্ঠদের পাপের চশমায়
ধ্বংসের দিকে টানে
প্রেমের চশমা মোদের চোখে
টানে স্রষ্টা পানে।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৩/১০/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:২০ মিনিট।