মুর্শিদ তুমি হাত ধরে মোর প্রেম শেখানোর পরে
প্রেমের আগুন জ্বলছে ভীষণ গহীন হৃদয় ঘরে ।
তুমি তুলে দিলে প্রেমের শরাব যেদিন আমার মুখে
মাতলামি আর বুকে জ্বালাপোড়া উপভোগ করি সুখে।
সইতে পারি না আগুনের জ্বালা তবুও লাগে'রে খুব
জ্বলেপুড়ে করে নিত্য আমায় মা'বুদের মজযুব ।
জ্বললে আগুন সতেজতা পায় আমার তপ্ত প্রাণে
কোমল হৃদয়ে ঝংকৃত সুর শোনা যায় সবখানে ।
নিভলে আগুন একটু খানিক প্রাণহীন লাগে কেন
প্রেমের আগুন ছাড়া আমি তবে মরেই যেতাম যেন!
ভালোই লাগে না আর কোন কিছু প্রেমের আগুন ছাড়া
এ আগুন ভীন পুরোই অচল, প্রেমিক জীবনধারা ।
কি শেখালে মোরে বেঁধে প্রেমোডোরে বুঝিনা কিছুই তাঁর
এতটুকু বুঝি বুকের বাঁ পাশে ভালোবাসা মাওলার ।
তারিখঃ ২৬/০৩/২০২৩ইং
রাতঃ ১২:২২ মিনিট।