আয়'রে জ্বলি প্রভুর প্রেমে
হই'রে খাঁটি সোনা
ভালোবাসার বীজটা আজি
শুরু করি বোনা !
হৃদয় ভূমি উর্বর হলে
প্রেমের ফসল ভালো ফলে।
ক্ষেতের জন্য দিস'রে আবার
বেড়া চারিকোণা।।
যেমন-তেমন কাজ ভাবিস না
ওরে অবুঝ বোকা
খেয়াল রাখিস ফসল যেন
না খায় কোন পোকা।
অশ্রুজলে হৃদয় জমিন
ভিজায় রাখিস ওরে মমিন।
প্রেমের দীক্ষা রুমির দ্বারে
করলে আনাগোনা।