সারাবছর শোনায় যেজন
তোমায় প্রেমের শ্লোক
হটাৎ একদিন কারণ ছাড়াই
করতে পারে ব্লক।
সেদিন বুঝবে হাড়েহাড়ে
ভালোবাসার টেস্ট
হাতে পাবে বিরাট একটা
ছ্যাঁকা খাওয়ার ক্রেস্ট।
ক্যারিয়ারটা সুন্দর করা
প্রেমের থেকে বেস্ট
বিয়ের পরে জয় করিও
প্রেমের এভারেস্ট।