প্রিয় তোমার প্রেম দরিয়ায় ভাঙা নায়ের মাঝি
তোমায় পেলে অতলান্তে ডুবে মরতে রাজি।
তরী-ভরা ছিদ্র অনেক পানিতে যায় ভরে
হৃদয় ভরা ভয়-ভীতি মোর পৌঁছাবো কী করে?
সামনে বিশাল ঢেউয়ের পাহাড় আসছে তীব্র বেগে
বইঠা ধরে ভাসতে থাকি দিবা-নিশি জেগে।
নিদ্রা তন্দ্রা আসলে চোখে পড়বো তুফান মাঝে
এমন করে প্রেমের সাগর আগাই সকাল-সাঝে।
তোমার নামে তোমার গানে মনটা ধুমচে নাচে
হরদম যাচি এমন করে যেন জীবন বাঁচে।
বুঝি না আর কোন কিছু তুমি হাতটা ধরে
পৌঁছে যাবো এমন করে বাকি জীবন ভরে।
এতকিছু বুঝি না আর বুঝি শুধু তুমি
তোমার খোঁজে ছুটেছি আজ যেমনি এক রুমি।
হাজার বছর জীবন পেলে পুরো সময় ধরে
থাকবো আমি ভালোবেসে তোমার দুয়ার পরে।
সাগর কিংবা মহাসাগর তোমার প্রেম আস্তানা
সেথায় হোক সুদৃঢ় নীড় হতে চাই মাস্তানা।
তুমি আসো হে প্রিয়জন বসো হৃদয় নীড়ে
বহুকাল থেকেই তালাশে হাজার জনের ভীড়ে।
ওগো আমার হৃদাসনের গোপন আসন কর্তা
তোমার স্বাদে পোলাও-কোর্মা লাগে যেন ভর্তা।
ভর্তা ভাতে বিরিয়ানির স্বাদ পাচ্ছি নিত্য দিনে
সকল কিছু বিষের মতো লাগে তুমি বিনে।
তারিখঃ ২৫/০৮/২০২২ইং
সকালঃ ০৮:১২ মিনিট,
বিঃদ্রঃ- বিলের মধ্যে শাপলা তুলতে গিয়ে মোবাইল রেকর্ডে ধারণকৃত কবিতা।