ফুল ফসলে সাজিয়েছ পুরো বসুন্ধরা
কত সুন্দর এই ধরণী নিপুণ হাতে গড়া ।
ফুলের বুকে সুবাস দিলে পাগল করে ভ্রমর
এই খেলাঘর সব ধ্বংস শীল কিছুই নহে অমর ।
রোজ বিহানে সূর্য উঠে সন্ধ্যা যায় ডুবে
পশ্চিমে ক্যান উদয় হয় না ডোবে না ক্যান পূবে?
এক নিয়ন্ত্রক নিয়ন্ত্রণে, বিশ্ব নিয়ন্ত্রিত
তুমি মহান আরশে পাকে রহো অধিষ্ঠিত ।
আদম বানাও মাটি থেকে প্রাণ দাও তাতে ফুঁকে
তোমার ছোঁয়ায় আদম তনয় তোমার প্রেমে ঝুঁকে ।
না দেখলেও ভালোবাসে, যেন দেখে দেখে
তুমিই বুঝি হৃদয়পটে প্রেম দিয়েছো এঁকে ।
সৃষ্টি হয়ে তোমায় চেনার সুখ পেলো এই মানুষ
তোমার থেকে বিমুখ যারা, আগুন ছাড়া ফানুস ।