হে সাকি!
তোমার বিরহের করুণ সুর
ভাসে মম প্রাণের বেহালায়
সেদিন সামনে থেকো, যেদিন
ঠোঁট রাখি মৃত্যুর পেয়ালায় ।