আজি হোক জীবনের নতুন প্রেমের উদ্বোধন
আমারি প্রেমের কথা তবে শোন রে এবার শোন।
হিল্লোলিত হৃদয় মম প্রেমের সাগরে নিমজ্জিত
এনে দে বসন্ত আজি প্রিয়র রঙে হই সজ্জিত।
এনে দে বকুল ঝরা উঠোন টারে আমার হাতে
কুড়িয়ে গাঁথবো মাল্য পরাবো প্রিয়কে আজি রাতে।
তারিখঃ ২৩/০৯/২০২২ইং