আকাশের পানে যাও দিনে দিনে উড়ে
বাড়িছে যাতনা শুধু প্রেমী হিয়া জুড়ে।
দূরত্বটা বেড়ে যায় প্রাণে লাগে টান
কি বলি এ মনটা তো করে আনচান।
সকাল বিকাল যেন শুঁকি পোড়া গন্ধ
পুড়ে যাওয়া এ হৃদয়ে শুধু পোড়া ছন্দ।
পুড়েছে বসন্ত বেলা নেই ফুল কলি
কোলাহলে ভুলে গেছি প্রিয় সেই গলি।
কোকিলের গান-টাও ভুলেছি তা বেশ
শুরুটা কোথায় ছিল কোথা গিয়ে শেষ।
পথিক চেনে না পথ ভুলে গেছে আজ
চিনিবে কেমন করে পাল্টে গেছে সাজ।
জীবনের চেনাজানা প্রেম ভালোবাসা
স্মৃতিগুলো মনে হয় কত কাছে আসা।
মনের মানুষ ছিল আজ সে-তো পর
আরেক নদীর বুকে বাঁধিয়াছে ঘর।
আমি-ও তেমনি নদী বুকে ছিল প্রেম
দু'ধার জুড়িয়া ছিল সবুজের ফ্রেম।
বুকের বাঁপাশ ছিল সুনিবিড় রুম
বলেছিল সেখানেই দিতে চায় ঘুম।
আদুরে চাঁদের মুখে রোজ চুমু আঁকি
মায়াবী বাঁধনে তাকে প্রাণে বেঁধে রাখি।
হটাৎ খেয়ালে আসে লাগে কিছু চেঞ্জ
আগের চেয়েও আজ বেশ ডিফারেন্স।
এভাবেই শুরু তার আকাশে উড়াল
প্রেমে পড়ে নিজ পায়ে মেরেছি কুড়াল।
তারিখঃ ১৯/১২/২০২২ইং
সকালঃ ১১:৫৬ মিনিট