হাজার সোভা হতে আমার
ফুল বেশি চয়ন
ফুলের রূপে আটকে থাকে
ফুলপ্রেমী নয়ন।
গোলাপ, জবা, হাসনাহেনা,
কিংবা টগর, জুঁই
হৃদয় শীতল ওদের রূপে
হালকা হালকা ছুঁই।
ভালো লাগে ফুলের গন্ধ
দেখতে মায়াময়
কতোই সুন্দর করে সৃজন
করছেন দয়াময়।
চোখের সামনে প্রথম যেদিন
ফুলের দেখা হয়
বিস্ময় প্রাণে তাকিয়ে মোর
আঁখিযুগল রয়।
আজকে আমার প্রথম দেখা
প্রিয় পদ্মফুল
আমার মনের, দুই নয়নের
মুগ্ধতার নেই কূল!
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+১
তারিখঃ ০৮/০৯/২০২২ইং
বিঃদ্রঃ আগে অনেকবার দেখেছি, এই প্রথম ছুঁয়ে দেখলাম পদ্মফুল। দেখামাত্র হৃদয়ে উদ্ভাসিত ছন্দমালা। মুকসুদপুর থেকে বনগ্রাম আসার পথে অটোতে বসে লেখা।