নিঝুম রাতে মাওলা তোমায়
করি ডাকাডাকি
তোমার নামের মধুর সুরায়
মাতাল হয়ে থাকি।
ঘুমায় ছিলাম ডেকে তুললে
শরাব দিলে মুখে
ঠোঁট রেখে তাই চুমুক দিলাম
উল্লাসে কি সুখে!
ঢালো সুরা হৃদ-পেয়ালায়
বাড়ুক আরো নেশা
এই নেশাতে ডুবে থাকতে
চাই গো হরহামেশা।
ক্লান্তি কাটে দেহ মনের
লাগছে যে খুব ভালো
চোখ ধাধানো চারিদিকে
দেখি কেবল আলো।
জীবন আমার পাল্টে গেছে
সাকির হাতের সুরায়
আনন্দিত আজকে আমি
প্রেমের জ্বালা-পুড়ায়।
জ্বললে আগুন বেঁচে থাকবো
নিভলে যাবো মরে
কথা দিলাম তোমার থেকে
থাকবো না গো সরে।
কসম মাওলা সত্যি বলতে
ভীষণ ভালোবাসি
প্রেম খঞ্জরে জীবনটা নাও
কিংবা নফসের ফাঁশি।
চলতে থাকুক তোমার সনে
গোপন মেলামেশা
এটাই হবে এই জীবনের
পবিত্র এক পেশা।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ০৯/১১/২০২২ইং
দুপুরঃ ১২:১৫ মিনিট।