তোমার আমার ভালোবাসা
একটি বছর ধরে
ভালোবাসার অগ্নি তাপের
জ্বালায় যাচ্ছি মরে।
চাইনা আমি আর বাড়াতে
এই ভালোবাসার রেশ
অনেক হয়েছে এবার থামো
মরেছি আমি বেশ।
রঙিন জীবন করেছ মোর
এক্কেবারেই সাদা
তোমার সাথে মন লাগিয়ে
হয়েছি আজ গাধা।
দেখলে সবাই পাগল বলে
দূর দূর করে তাড়ায়
ছড়িয়ে গেছে দুর্নাম আজ
আমার পুরো পাড়ায়।
অনেক আমার ওষ্ঠে হাসির
রঙ দিয়েছো যে লাল
লালের ঠেলায় অতিষ্ঠ আজ
জীবনটা নেই যে ভাল্।
জীবনটা মোর আজকে ভীষণ
লাগছে এলোমেলো
এবার তুমি ছাড়ো আমায়
অন্য দিকে চলো।
বাড়ির সবাই দিচ্ছে আমায়
অনেক বেশি যে চাপ
নিরুপায় তাই পানের সনে
করছি আজি ব্রেকআপ।
তারিখঃ ১২/০৭/২০২২ইং