তুমি মোর প্রতি কৃপা না করিলে
বাঁচিবো কেমন করে
পালকহীন সে পাখির মতন
রইবো ধুলায় পরে।
মেঘমালা হতে বৃষ্টির ফোঁটা
ওই সাগরের বুকে
তুচ্ছ তেমনি আমার সত্তা
তোমার-ই সম্মুখে।
তবু্ও তোমাতে মিশিয়ে দিলাম
ক্ষুদ্র জীবনখানি
হে মহাসাগর, লজ্জিত মুখ
গৃহীত না হলে জানি।
মাঠে-ঘাটে আর বাগানে জোনাকি
রাতের আঁধারে জ্বলে
দিনের বেলায় আসো না কভুও?
জানতে চাইলে বলে।
হে পোকা, রজনী উজ্জলকারী
দিনেও একটু জ্বালো
দিনে আসি তবে নিস্প্রভ করে
সূর্যের প্রখর আলো।
রবির কিরণে দেখা যায় না-তো
আলো ওর ঝিকিমিকি
তুমিহীন ঠিক বুকের আলোর
দাম নেই এক সিকি।
প্রিয়তম তব আলো জীবনের
চলার পথের সাথী
আসতে পারবো তোমার নিকট
না থাক ভিন্ন বাতি।
তারিখঃ ৩১/১২/২০২২ইং
দুপুরঃ ০২:৫৩ মিনিট।