ভাদ্র মাসের পাকা তালে
কী যে মজা পিঠা হলে!
স্বাদ দ্বিগুন যায় বেড়ে তার
নারকেল আর তিল দিলে।
তালের গরম চুসি হলে
ভবে যায় সব মুখে জলে
খেতে মনে চায় না কার
এর কয়টা পিঠা পেলে।
শরৎকালে তালের স্বাদে
পিঠা খাওয়ার এই আমোদে
নাচে সবার উৎফুল্ল মন
তালের আটি হাতে তুলে।
সকালে তাল তলায় গেলে
দুটো পাকা তাল পেলে
সেটা আমি পাবো কোথায়?
খাবো আমি বাড়ি গেলে।
পাকা ওই তালের ঘ্রাণে
সাক্ষ্য দেয় আমার প্রাণে
আল্লাহর নেয়ামতে তুমি
ডুবে আছো ডুবে ছিলে।
তারিখঃ ০৩/০৯/২০২০ইং
রাতঃ ১০:০০ মিনিট।
কুলিয়ারভিটা মাদ্রাসা
মুকসুদপুর, গোপালগঞ্জ।