মোনাজাতে প্রভুর নিকট তুলে ধরি প্রয়োজন
দেন আমার এই সুপ্ত প্রাণে প্রেমের প্রজনন ।
একটি ফোঁটা চাইলে আমায় দেন গো সরোবর
অমূল্য ধন পেয়ে ধনী আমার হৃদয় ঘর ।
যতো অভাব ঘুচেছে মোর ভালোবাসা পর
আমার আবাস এই শহরে প্রেমের নেশাচর।
রাতঃ ০৮:৩২ মিনিট
ফকিরাপুল, মতিঝিল, ঢাকা।