যাহার উপর থাকে মাওলা
তোমার দয়ার হাত
আলোকোজ্জ্বল হয় গো তাহার
নিকষ কালো রাত ।
এই জীবনের বাঁকে বাঁকে
তোমার খুশি চাই
তোমার সন্তোষ আর তুমিহীন
ভিন্ন চাওয়া নাই ।
কান্নাকাটি আর মোনাজাত
কবুল করে নাও
তোমার মাজুন প্রেম ভিখারি
প্রেমের ভিক্ষা দাও ।
এই মোনাজাত তোমার আমার
জন্য কবুল হোক
আঁখি মেলে তবেই দেখবো
অসীম নূরালোক ।