অর্থ দিয়ে কী আর হবে না থাকলে সম্মান,
অপমানিত, ধিকৃত সকল দাম্ভিক বিত্তবান।
মানুষেরই আচার নিষ্ঠা না থাকলে জীবনে,
কোন হৃদে ঠাঁই পাবে না এ মায়ার ভুবনে।
অর্থওয়ালার সদাই চিন্তা বাড়াবে কীভাবে,
এই কিছু অর্থ দিয়ে কতোদিন আর যাবে!
টাকার চিন্তায় ঘুম আসে না নির্ঘুমেই রাত,
সদাই মনে করতে থাকে অশান্তি উৎপাত।
অর্থ কড়ি দেয়না শান্তি দেয়না একটু সুখ,
অর্থহীনের শান্তির ঘুমে নেই একটুও দুখ।
শান্তি কোথায় অর্থ মাঝে মোটেও নাতো,
সকল হৃদয়ে পেলে স্থান শান্তি অবিরত।
অর্থওয়ালার থাকে যদি ভালোবাসার মন,
শান্তি জোয়ার বইবে তার প্রাণে সারাক্ষণ।
ভুল করে ধনী অহংকারী হয় যদি একচুল
হবে তার অর্থ সকল নিশ্চয় অনর্থের মূল।
তারিখঃ ১৫/০২/২০২২ইং