ধান্ধাবাজি তো করেছো অনেক
পুরাটা জীবন ভরে
আসল হিসাব বুঝলে এবার
সব হারানোর পরে।
চোখের মধ্যে আগুন জ্বলতো
দেখলে লাগতো ভয়
সময়ের সাথে বদলে গেছে সে
দম্ভের অভিনয়।
যেমন কর্ম তেমনই ফল
হিসাবটা খুব সোজা
জীবনে কেবল কামাই করেছো
পরের দেনার বোঝা।
চিন্তা ভাবনা করে দেখো তুমি
জীবনে দুখের ছাপ
ঘুচাবে কেমনে সন্ধ্যা বেলায়
অর্জিত অভিশাপ!
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ৩১/১২/২০২২ইং
দুপুরঃ ০২:৫০ মিনিট।