০১.
এখনো হৃদয় জুড়ে
চৈত্রের কাঠফাটা রোদ্দুর,
প্রিয় শ্রাবণের মেঘ
তোমার আগমন আর কদ্দূর?

০২.
বিরহের স্বাধ ভালোই লাগছে
মিলনের স্বাধ ক্ষীণ
সয়ে নে আরিফ বিরহ দহন
আর কয়েকটা দিন ।

০৩.
তুমি যেটা দুপুর ভাবো,
বাস্তবে তা পড়ন্ত বিকেল
জীবনটা হলো সন্ধার আগের
সংক্ষিপ্ত আর্টিকেল!

০৪.
রাত যত গভীর হয়
ব্যথার আগুন তত জ্বলে ওঠে,
জ্বলেপুড়ে কবি লিখতে গেলে
ব্যথার স্বরূপে কিছু কবিতা ফোটে।

০৫.
তুমি তো খুঁজে দেখোনি বুকের শহর
অপেক্ষায় আছি আমি প্রতিটি প্রহর ।
দেখোনি বুকের ব্যথা
দেখো শুধু নিরবতা,
ভালোবাসা লিখে লিখে শুকালো নহর ।।