১,
কতকিছু আছে মোর
তবু কী যে নেই
সব শূন্যতা বোধহয়
তোমাকে ঘিরেই।

২,
কতটা পোড়ায় রৌদ্রস্নাতের তপ্ত স্বভাবে
তার'চে বেশি পোড়ায় আমায় তোমার অভাবে ।

৩,
আমি চাকা হীন এক গাড়ি
যে ভালোবাসা দিবে, কাছে টেনে নিবে,
আমি তো হবো তারই।