কারো অনুভূতি ঘিরে থাকি;
তাকে বিরক্তিকর লাগে কেন যেন।
আবার, আমার অনুভূতি ঘিরে থাকে অন্য কেউ।
কী অদ্ভুত ব্যাপার!
তাই না?
কারো ভালোলাগার মূল্য দিতে জানি না
শুধু না পাওয়ার শুন্যতায় পুড়তে জানি হয়তো।
ভালোলাগার হাটে দরদাম হয় না,
রূপের কিংবা যোগ্যতার অথবা বয়সের।
কারো জন্য নদী হতে জানি না,
কিন্তু কারো জন্য বুকটাকে অগ্নিকুণ্ড করা
ঠিকই জানি। নিজেকে জ্বালাতেও পারি খুব।
আমার খুশিতে কাউকে
হাসতে দেখার প্রতি ভ্রূক্ষেপ নেই,
আমিও কাঁদি অকারণে যার অন্ত নেই।
কেন দুজনের হাসি মেলে না! চলে না এক পথে।
জীবনের গুরুত্ব দিব কবে;
“ভালোবাসা” শিখবো কবে,
পড়বো কবে ভালোলাগা সেই চোখের পৃষ্ঠা।
ভালোলাগার বিড়ম্বনায় পড়ি অনিয়ম করে,
তাই হয়তো ভালোবাসা হয় না।
যদি আগেই বলে রাখতাম তোমার মনে যদি;
ভালোলাগার অঙ্কুরটিও জন্মায় তুমি বলে দিও।
বলে দিও মোরে, একটিবার বলো
প্রথম পাতা বের হওয়ার পূর্বেই
পরিমিত সূর্যালো দিবো। মেঘ হয়ে জল দিব।
ভালোবাসা দিব, অন্তহীন ভালোবাসা!
তারিখঃ ০১/০১/২০২৩ইং
রাতঃ ০৮:৪২ মিনিট।