কেমন করে মনটা আমার তোমার করে নিলে
শুধুই তুমি শুধুই তুমি আমার ভাঙা দিলে।
চোখের জলে সুখের সাগর সদা বইতে থাকে
হৃদয় আমার তপ্ত প্রেমে সুখের বাসর আঁকে।
ভাল্লাগে না তোমায় ছাড়া সত্যি কোন কিছু
তোমার ছাড়া এই জীবনের সবকিছুই মিছু।
কী দেখালে এক ঝলকে কোন সে রূপের ছিটা
তোমার তরে উৎসর্গিত আমার প্রাণের ভিটা।
এমনি এক সত্ত্বা তুমি কী যে তোমার মায়া
বুঝলে একটু প্রেমে পড়বেই না দেখে ও কায়া।
পাগল বনে গেলাম এবার তোমার প্রেমে পড়ে
কসম করে বলছি প্রিয় বাঁচবো না গো সরে।
যেই মায়া আজ দান করেছো রাখিও তা দৃঢ়
তোমার সনে অটুট রেখো গোপন প্রেমের নীড়ও।
ভালোবেসে তোমায় কারো হয়নি খানিক ক্ষতি
তোমার প্রেমে ডোবে নি তার লস হয়েছে অতি।
জীবন মরণ আমার সবই তোমায় সঁপে দিবো
ভালোবেসে তোমায় ভীষণ আমার করে নিবো।
অমূল্য এই জীবনটারে করতে চাই গো দামী
তোমার প্রেমের অমূল্য ধন পেলে ধনী আমি।
অমৃত তো তোমার প্রেমের একেক বিন্দু ফোটা
হর্ চুমুকে ভরিয়া যায় আমার হৃদয় কোঠা।
হাজারো বার মরণ এসে আবার ফিরে গেল
অমৃত পান করেই আরিফ জীবন ফিরে পেল।
তারিখঃ২৬/১২/২০২২ইং
রাতঃ ০২:৪৬ মিনিট।