প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ হৃদয় জুড়িয়া আজি
পাইতে তোমায় বুকের ভেতর জীবন দিতেও রাজি।
কোথায় তুমি গো খুঁজি মরি হায় পৃথিবীর তিলে তিলে
ক্লান্ত হই না খুঁজিয়া তোমায় কি যে মায়া তুমি দিলে!
হৃদয় আমার আগ্নেয়গিরি উঠে আগুনের লাভা
শত-শত গিরি তৈরি করছে এক আগুনের আভা।
অশান্ত মোর হৃদয় জাহান সদা অগ্নুৎপাত
জ্বললো আগুন যেদিন লাগলো রুমির উষ্ণ হাত।
এই পৃথিবীটা সেদিন থেকেই সাজছে নতুন করে
একি হলো হায় জালওয়া হেরি আপন চক্ষু ভরে!
চোখের পরেতে কালো পর্দাটা সরিয়ে দিয়েছো বুঝি
সাধনার ধন কিছুটা হলেও পেলাম জীবন পুঁজি।
সুখের সাগর লভিছে ধরায় পরম প্রিয়র দাস
মহান প্রভুর ক্রোধের অনলে বিরাট সর্বনাশ।
সর্বনাশের পথ থেকে মোরে বের করে নাও তুমি
ভালোবাসার সে জগৎ বানাও আমার বিশ্ব ভূমি।
তোমার জন্য জীবন বিলিয়ে দিবো আমি অবশেষে
প্রেমের দাবিতে করবো একটা আবেদন ভালোবেসে।
প্রাণ পাখি মোর বের হয়ে যাক তোমার কদম তলে
একটি আরজি এই গোলামের নাও গো ইচ্ছে হলে।
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ২৮/১০/২০২২
সকালঃ ০৯:৫০ মিনিট।