হৃদয় আমার বেঁধে রাখে আরশে মুয়াল্লাহ্
ভালোবাসার অগ্নি জ্বালায় মহান প্রিয় আল্লাহ্।
প্রেমিক মনের ব্যাকুলতায় অনেক খুশি তিনি
আপন বানান প্রেম অনলে জ্বলতে থাকে যিনি।
প্রেমের নেশায় ধরছে যারে ছোটে রুমীর কাছে
পুরো জগত পাগল-পারা ঘোরে তাহার পাছে।
মেঘের ছায়া মরুর মাঝে তাহার মাথার পরে
মালাঈকা সালাম করে তাকে কাতার ধরে।
বাঘে চেনে সর্পে মানে দেখো তাহার শক্তি
জীবন জুড়ে থাকলে আমার মহান প্রভুর ভক্তি।
আউলিয়াদের জীবন যেমন মাওলার খুশি ভরা
তাদের জন্য সুন্দর লাগে আমার সবুজ ধরা।
আকাশ সুন্দর চন্দ্র-রবি তারকাদের মেলায়
জমিন সুন্দর ফুল ফসলে সবুজি গাছপালায়।
নিঝুম রাতে নীল আকাশে চাঁদ তারাদের ঝিলমিল
ইহার চেয়ে শোভাময়ী একেক ওলীর দিল।
চাঁদের আলোয় অন্ধকারে জগৎ খানিক আলো
আওলিয়াদের দিলের মাঝখান আরো বেশি ভালো।
একেক দিলে হাজার সূর্য লক্ষ কোটি শশী
আরশ সনে বাঁধা থাকে অদৃশ্য এক রশি।
আমি কবে থেকেই সেই রশিতে বান্ধা পড়ে গেছি
আমার প্রিয়র প্রেম ডোরেতেই নিজকে বেধেছি।
অদৃশ্য এই রশির বাঁধন থাকুক মোর আজীবন
বাঁধুক আমায় শক্ত করে জযবের অটুট বাঁধন।
তারিখঃ ১৯/০৮/২০২২ইং
রাতঃ ০৯:২০ মিনিট।