ফকির তুমি এই ফকিরি নাই গো কোরআনে
সালাত, সাওম প্রভুর হুকুম নাই যে জীবনে।
ও ফকির তুমি শুনে নাও রাসুলের(সঃ)জীবন
সালাত সালাত বলতেছিলেন বিদায়ের ঐ ক্ষন
তোমার জীবন কাটিতেছে দেখি ধুমছে বিড়ির টানে।।
তোমার মাথার চুলগুলো লম্বা, মোচগুলোও তাই
লাল হলুদ শালু পরিয়া সাজিয়াছ গো সাই।
গান-বাজনা, ঢোল-তবলা ভাবো নেকের কাজ
উল্টাপাল্টা কথা বইলা ডুবাইলা সমাজ।
বিশ্ব নবীর আশেক দাবিদার তাঁর আদর্শ কোনখানে।।
ফকির তুমি মারিফতের বড়ই দাবিদার
ভাবো তুমি নিজেকে একটা ভেদেরই ভাণ্ডার।
কীভাবে হলো সম্পর্ক মহান মাওলার সাথে
খেয়াল-খুশি মতোই চলো তুমি দিনে-রাতে।
জীবন কাটলো তোমার টুনটুনাটুন গানে।।
ভীষণ আশ্চর্য হই গো দেখিয়া তোমার কাজ
বলো, আদায় করি হরদমই মারেফাতী নামাজ।
যা করার মাওলার সাথে করি গোপনে
শুধু কোলকি সাজাও বাজনা বাজাও এটাই ওপেনে।
শুদ্ধ না হলে তোমার কাজ হবে না আন্ধা ধ্যানে।