পানি যেমন বাষ্প হয়ে
বাতাসে যায় মিলে
হর্ নিঃশ্বাসে ক্ষয়ে যাচ্ছে
জীবন তিলে তিলে ।
সাগর মাঝে আবদ্ধ জল
বাতাসে নেয় টানি
শ্বাস-প্রশ্বাসে হচ্ছে চুরি
মোদের জীবন খানি ।
এই পৃথিবীর কারাগারে
প্রাণটা বন্দী চুপিসারে
হরদম জীবন হরণকারী
চুরি করছে জীবনটারে।।
(নিঃস্বাস আমাদের প্রাণকে ধীরে ধীরে দুনিয়ার কারাগার থেকে চুরি করে নিয়ে যায় । যেমন, পানি জলীয়বাষ্প হয়ে আকাশে ঘনীভূত হওয়াকে আমরা অনুভব করতে পারি না ।)