অনুভূতিহীন মুমূর্ষু হৃদয়,
স্পন্দিত হতো তোমার দেওয়া একেকটি বার্তা ।
সারাজীবন কাঁদানোর জন্য হলেও
এমনিভাবে চিঠি দেওয়ার চুক্তিটিও যদি করতা ?
এমনিতেই কাঁদছি প্রতিনিয়ত, তোমাকে না দেখে,
তোমাকে না শুনতে পেয়ে ।
আমি শব্দ করে কাঁদতে পারি না এখন আর ।
নিঃশব্দে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাই
নিকোটিনের ধোঁয়ার মতন ।
তারিখঃ ১৩/০৩/২০২৩ইং
সন্ধ্যাঃ ০৭:১৩ মিনিট।