সালাত আমার প্রিয়র সঙ্গে
মধুর মিলনমেলা
সালাত প্রভুর প্রেমের সাগর
নয় আর অবহেলা।
সালাত আমার ভিন্ন জাহান
ঐ প্রিয়জনের সাথে
সালাতের মাঝে প্রেমিক সকল
প্রেমের খেলায় মাতে।
সালাতে হয় যে মহান প্রভুর
ডাইরেক্ট যোগাযোগ
সামনে আমার অনুভব হয়
সত্ত্বা সেই একক।
তারিখঃ ০৫/১১/২০২১ইং
রাতঃ ০৯:২০ মিনিট