দুনিয়ার মদে মত্ত যাহারা
করছো ভীষণ পাপ
জলদি জলদি মাগফেরাতের
দরিয়ায় দাও ঝাঁপ।
পাক-সাফ হও জলদি জলদি
তাওবা সাবান দিয়া
গন্য হবে গো তাদের কাতারে
যারা বড় আওলিয়া।
মহান প্রভুর ভালোবাসা আর
প্রিয়র মুকুট পেতে
সময় লাগাও হায়াত থাকতে
নেক আমলের ক্ষেতে।
মরণ আসলে বন্ধ থাকবে
নেক আমলের চাষ
করলে কামাই সুখময় হবে
আখিরাতে বসবাস।
তারিখঃ ১৩/০৪/২০২৩ইং