বিদ্রোহী তুমি চির সৈনিক
সৎ, সংগ্রামী জানি
ভয়-ভীতি সংশয় পিছু ফেলে
হয়েছিলে অগ্রগামী।
ফুটিয়ে তুলেছো এই ভুবনে
অজস্র কাব্যের ফুল
তুমি সাহসী তুমিই নির্ভীক
তুমি ছিলে নজরুল।
কলমে তুমি ফুটিয়ে তুলেছো
সেই স্বৈরাচারির কথা
অসহায় ও নিপীড়িত জাতি
তোমার কাব্যে গাঁথা।
শোষক গোষ্ঠীর চোখে মুখে
তুলেছিলে তুমি আঙুল
তুমি সাহসী তুমিই নির্ভীক
তুমি ছিলে নজরুল।
তুমি বাঙালি মুসলিম ছিলে
ছিলে যে জাগ্রত কবি
জাগিয়ে তুলেছো বসুন্ধরায়
সাম্যবাদের এক রবি।
অগ্নিবীণার অগ্নি ঝড়ে তুমি
জ্বলিয়েছো সব ভুল
তুমি সাহসী তুমিই নির্ভীক
তুমি ছিলে নজরুল।
জাতীয় কবি বিদ্রোহী কবি
শ্রদ্ধাতে আজও স্মরি
ঝিঙেফুল, লিচু চোর কাব্য
আপ্লুত মনে'তে পড়ি।
তোমার কৃতিত্ব লেখনী সম্ভার
মোদের হৃদয়ে বদ্ধমূল
তুমি সাহসী তুমিই নির্ভীক
তুমি ছিলে নজরুল।
তারিখঃ ২৪/০৫/২০২২ইং
সময়ঃ ০৫:০৫ মিনিট।
বনগ্রাম শিকদার মার্কেট,
মুকসুদপুর, গোপালগঞ্জ।