গ্রীষ্মকালের আম কাঁঠালের
সময় যখন আসে,
নানার বাড়ি যায় সবাই কত
আনন্দ মনে হেসে!
কতো আনন্দ হয় যে ওদের
নানা বাড়ি বেড়াতে!
নানা বাড়ি যাওয়ার কথাটা
ভাবি আমিও রাতে।
মায়ের নিকটেই বলি আমি
নানার বাড়ি যাবো,
নানা বাড়ি খুবই মজা করে
আম কাঁঠাল খাবো।
ঘুরে বেড়াবো পুরোটা দিন
ভাইয়েরা একসাথে,
দুপুরবেলা সাঁতার কাটবো
সে টলটলে নদীতে।
মা বললেল যাবি তো পরে
নানা যে বাড়িতে নাই,
বুঝেছি, এবার বাড়ি থাকলে
নিয়ে যেতে নিশ্চয়।
আমি আবার প্রশ্ন করি মাগো
নানা গেছে কোথায়?
কোন শহরে কোন জেলা তার
কোন না সে গায়?
বলতে যদি না পারো তা তবে
বলো আসবে কবে?
নানা বাড়ি গিয়ে কবে মোর
আম কাঁঠাল খাওয়া হবে?
তারিখঃ ২৫/০৭/২০১৫ইং