শস্যের ডালি ফুলের কলিতে সাজানো শোভিত গ্রাম
সারি সারি সবুজ তরুলতা দেয় যে প্রশান্তির বিশ্রাম।
তনু মনে ভাবি শোভাময় কত আমার এই গ্রাম খানি
ঘাস ফুলেরা আনিয়াছে বুঝি স্বর্গ সোভা মোহে টানি।
শত পাখির কুঞ্জনে ভরা এই আমার আশপাশ দিয়া
প্রকৃতির রূপ-অলংকারে সজ্জিত গ্রাম পাইকদিয়া।
ছোট নদী বয়ে গেছে দু'পাড়ে গড়িয়া বালুকাময় ভূমি
কাশবন ছেয়ে যায় শরতে যেথা বিকাল জুড়ে আমি।
নদীরই বুকে ডিঙি নৌকা সানন্দে খেয়ে যায় দোলা
ছোট ছেলেরা যে ভাসিয়া বেড়ায় সম্বল ওদের ভেলা।
মিষ্টি বিকেলে নদীর পাড়ে ছিপ দিয়ে ধরে মাছ পুঁটি
ঝুড়ি ভরিয়া ফিরিলে সন্ধ্যায় দাদী হাসিয়া কুটিকুটি।
কাঁচা মেঠোপথ দুর্বাঘাসগুলোয় চুমু খেয়ে যায় পায়
শিশির বিন্দু মুক্তার মতো সূর্য আলোতে সে তাকায়।
রোজ বিহানে ঘুম ভাঙে গাঁয়ের পাখিরই গুঞ্জন শুনে,
পাইকদিয়া গ্রামের ভালোবাসা জমা আছে এই মনে।
রূপের বিস্তারেই বিস্তৃত মোর মাটির এই গ্রাম খানি
মুক্ত হওয়ায় প্রাণ জুড়ায় সদা রাখে তার বুকে টানি।
সোনালী রোদ্দুর, সোনালী দুপুর, সোনালী ধানে ভরা
আমার চোখে আমার বুকে আমার এ গ্রামটি সেরা।
তারিখঃ ০২/০৭/২০২২ইং
সকালঃ ১০:২৫ মিনিট।