বাবা আমার সকল চাওয়া
নিত্য পূরণ-কারী
আমার প্রতি বাবার সদাই
আদর-স্নেহ ভারী।
বাবা আমার মাথার মুকুট
অনেক বেশি দামী
বাবার হাতটি রাখলে ধরে
হই না বিপথ-গামী।
আমার জন্য ঝরান যিনিই
শরীরের ঘাম-রক্ত
পুরো জীবন কষ্টে কাঁটায়
আমি বাবার ভক্ত।
জীবন জুড়ে বাবার ছায়া
থাকে সকাল-সাঁঝে
তাহার তুল্য হয়না ভাই'রে
এই না জগৎ-মাঝে।
দু'য়ার মধ্যে কাঁদেন বাবা
সদা আমার তরে।
আমার মুখের হাসি দেখে
হাসেন জীবন ভরে।
যাহার জন্য কাটছে আমার
জীবনটা খুব ভালো
তাঁহার ইচ্ছে পূরণ করে'ই
মুখটা করব আলো।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ১৯/০৬/২০২২ইং
বিকালঃ ০৩:৪০ মিনিট।