ত্রিশ রোজা পূর্ণ করেছে আমার ছোট ভাই
সেই খুশিতে সবাই ওরে ধন্যবাদ জানাই।
এবার দশটি বছর হলো মাত্র ওর অদ্যবধি
এই বয়সে এতো ইবাদতের সুযোগ দিলেন বিধি।
রোজা ছিল ত্রিশটি দিন শুকনো চেহারায়
সত্যিকারে ছিল ও যে মহান প্রভুর পাহারায়।
মুখপানে তাকিয়ে লাগতো কতো মায়া
মনে চায় বলি রোজা ভেঙে ফেলো ভাইয়া।
এই বয়সে তিরিশ রোজা সোজা কথা নয়
সু-স্বাস্থ্যবান কতো লোকই ভোগে ব্যার্থতায়।
গ্যাসের ব্যাথার অজুহাতে ভাঙলো কতক রোজা
অবহেলায় মাথায় নিলো শুধুই পাপের বোঝা।
চিকন হয়ে যাওয়ার চিন্তায় করে অবহেলা
মেয়ের চেহারা শুকিয়ে গেলে বিয়েতে ঝামেলা।
ছেলের সামনে পরীক্ষা রাত্রি জেগে সে পড়ে
তাই মা বলে এবছরের রোজাগুলো দে ছেড়ে।
এই চিন্তা লালিত হয় যেই মুমিনদের বুকে
পরকালে চাওনা তুমি থাকতে একটু সুখে।
রোজায় একটু কষ্ট-ক্লেশ এতটুকুই তো না!
এর বিনিময় পাবে অতুল্য ধন তাতো অজানা।
মহান আল্লাহ চাইলে তিনি রোজার বিনিময়ে
এই দুনিয়ার সফলতা দিবেন নগদ দিয়ে।
এই দশ বছরের ছোট শিশু মুখটি দেখে নাও
আগামীতে রাখবে রোজা নিয়ত করে নাও।
তারিখঃ ০৪/০৫/২০২২ইং