পারলে দেখাও বিশ্ব মাঝে বাইবেল হিফযকারী
পাক-কোরআনের হাফেজ গেল ছয় কোটি আজ ছাড়ি।
এক-দুটি নয় লক্ষ কোটি কচি কিশোর সোনা
বুকে নিয়ে কোরআন, বিশ্বে করছে আনাগোনা।
ছয়শতাধিক পৃষ্ঠা আছে এই কোরআনের মাঝে
পুরো কোরআন পৃষ্ঠা বিহীন কোমল প্রাণের ভাঁজে।
পুড়িয়ে দেয় যদি কাগজ ছাপা কোরআন গুলো
লিখবে আবার, ভুল হবে না কোরআনের এক চুলও।
মহান মাওলার ওয়াদা রয় এই কোরআনের প্রতি
সিনায় সিনায় মাহফুজ রাখবেন কোরআনের হর্ রতি।
এই মুজিযা পাক-কোরআনের দেখি বারেবারে
ভিন্ন কোন গ্রন্থ-কিতাব এমন দেখি না রে!
তারিখঃ ২৪/১২/২০২২ইং
বিকালঃ ০৩:৩৫ মিনিট।