মধুর চেয়ে অধিক মিষ্টি মুহাম্মদের নাম
গোলাপ হতে সুগন্ধময় মুহাম্মদের ঘাম ।
চাঁদের চেয়েও আলোকিত মুহাম্মদের মুখ
রবির চেয়েও প্রজ্জ্বলিত মুহাম্মদের বুক ।