কৃত্রিম ভালোবাসায় কাউকে মন দিতে নেই
ভেঙে গুড়িয়ে দিবে হয়তো খেলনার মতো।
ভালোবাসা ! চোখ দেখে নিও, যদি তাতে;
তোমার পিপাসা অনুভব করো তবেই দিও।
প্রয়োজন থেকে প্রিয়জন হয় নাকি জীবনে
তবে জীবনের জন্য বড্ড প্রয়োজন হয় কাউকে।
ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য,
সুন্দর মৃত্যুর জন্যেও।
সুন্দর পৃথিবী সুন্দরভাবে অবলোকন করেন।
যদি বিশ্বস্ত মানুষের হাত ধরে পৃথিবী দেখা হয়
পৃথিবীটা সত্যি স্বর্গের উপস্থিতি অনুভব হবে।
মাকড়সা মজবুত করে বোনে ওর গৃহ
হালকা বাতাসেই তচনচ হয়ে যায় ওর শহর।
আমার ভালোবাসা এমনই ছিল, বুঝতে পারিনি
চোখের ভাষা, দেখেনি মনের কৃত্রিমতা কখনো।
আহা কত সুন্দর ছিল ওর বিষাক্ত চোখ!
আজ আমার মৃত্যুদের মাঝেও ঠাঁই হলো না।
আমার চিৎকার কবিতায় থেমে যায়
রক্তভেজা কাব্যে সবাই উল্লাসিত!
মৃত্যুর কথা লোকে শোনে এটাও কম কোথায়!
তারিখঃ ১৭/১২/২০২২ইং
সকালঃ ১১:০৮ মিনিট।